ঢাকা, সোমবার, ২০ মে, ২০২৪

আলিয়া ভাটের বিরুদ্ধে মানহানি মামলা

সঞ্জয়লীলা বানসালি পরিচালিত ‘গাঙ্গুবাঈ কাঠিওয়াড়ি’ সিনেমায় গাঙ্গুবাঈকে মানহানি করা হয়েছে। এমন অভিযোগে মামলা করেছেন বাবুরাওজি শাহ। তিনি নিজেকে গাঙ্গুবাঈয়ের দত্তক ছেলে হিসেবে দাবি করেছেন। মুম্বাইয়ের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে সিনেমাটির অভিনেত্রী আলিয়া ভাট, পরিচালক সঞ্জয় লীলা বানসালি ও চিত্রনাট্যকারের বিরুদ্ধে আদেশ জারি হয়েছে। ২১ মে তাদের আদালতে উপস্থিত হতে বলা হয়েছে।


গাঙ্গুবাঈ কাঠিওয়াড়ি সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। হুসেন জাইদির লেখা ‌‘মাফিয়া কুইন অব মুম্বাই’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি। বাবুরাওজির অভিযোগ, বইয়ে গাঙ্গুবাঈকে নিয়ে যে অধ্যায় লেখা হয়েছে সেটি মানহানিকর। এর মাধ্যমে তার খ্যাতিকে কলঙ্কিত করা হয়েছে।


অভিযোগপত্রে বলা হয়, উপন্যাসে বাবুরাওজির মৃত মায়ের গোপনীয়তা ও আত্মসম্মানের অধিকারের লঙ্ঘন করা হয়েছে। তাই সঞ্জয় লীলা বানসালি যে উপন্যাস অবলম্বনে সিনেমা পরিচালনা করেছেন সেটিও মানহানিকর।


বাবুরাওজি শাহ এর আগেও মুম্বাই সিভিল আদালতে মামলা করেন। কিন্তু মামলাটি খারিজ করে দেয় আদালত। সেখানে উপন্যাসটি নিয়ে তীব্র প্রতিবাদ করেন তিনি। এর পাশাপাশি সিনেমার ট্রেলার যাতে প্রকাশ না হয় তার জন্যও তিনি আবেদন করেন।


তখন আদালত জানান, বইটি প্রকাশ হয়েছে ২০১১ সালে। তিনি অভিযোগ করেছেন ২০২০ সালে। এছাড়া গাঙ্গুবাঈয়ের দত্তক ছেলে হিসেবে তিনি কোনও প্রমাণ দেখাতে পারেননি।


তবে গাঙ্গুবাঈয়ের আগেও তার অঞ্চল কামথিপুরার মানুষ সিনেমার ব্যাপারে আপত্তি তোলে। সেখানকার বাসিন্দারা জানায়, সিনেমায় কামথিপুরাকে যেভাবে দেখানো হয়েছে, প্রকৃতপক্ষে সেটি সঠিক নয়।

ads

Our Facebook Page